খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

করোনা ভাইরাস ও তার প্রতিকার

জয়ন্তী দেব সিকদার

একা বসে থাকা মানেই মনের আয়নায় ভেসে ওঠা করোনা বিধ্বস্ত পৃথিবী। সর্বগ্রাসী চেহারা নিয়ে যে বিশ্বকে ধ্বংস করার শপথ নিয়েছে সব দিক দিয়ে। তার ছোবলে অনেকাংশে থমকে দাঁড়িয়েছে চলমান পৃথিবী। তাই হয়তোবা সে অনেকাংশেই সফল তার যাত্রাপথে। কিন্তু মানব সমাজ তার প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে করোনার যাত্রাপথে বাধা সৃষ্টি করতে আজ অনেকটাই সক্ষম হতে পেরেছে টিকা আবিষ্কারের মধ্যে দিয়ে।

বিজ্ঞান আজ অনেকার্থেই উন্নতির শিখরে আসন পেতেছে। তাই খুবই কম সময়ের মধ্যে দিয়ে বিশ্বকে এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচানোর লক্ষ্যে অগ্রসর হোতে পেরেছেন বিজ্ঞানীরা। বিশ্বের অনেক দেশের বিজ্ঞানীরা নিজ নিজ প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে এসেছেন। দ্বিতীয় ঢেউ হয়তোবা প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যাটাকে সংক্রমণ অনুসারে বাড়াতে পারেনি। এর জন্য বিশ্বের বিজ্ঞানীদের কাছে সমগ্র মানব জাতি আজীবন ঋণী থাকবে। বিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টা এবং হাজার হাজার মানুষের নিঃস্বার্থ ভাবে সেই পরীক্ষা নিরীক্ষার কাজে এগিয়ে আসা আজ বিশ্বকে মহা বিপর্যয়ের হাত থেকে অনেকাংশে রক্ষা করতে সক্ষম করেছে। সর্বগ্রাসী মারণ ভাইরাসকে আস্তে আস্তে পিছু হঠতে বাধ্য করবে। আর বিশ্ববাসী হয়তো আবার নতুন সূর্যালোকে ঝলমল করবে। আবার পৃথিবী হেসে উঠবে। শান্তির নিঃশ্বাস নিতে পারবে প্রাণ ভরে।

তবে শুধুমাত্র বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের চেষ্টাই শেষ কথা হতে পারে না যতক্ষণ না সাধারণ মানুষের সচেতনতা ও সততা সমানভাবে সহযোগিতা না করবে। কারণ দেখেছি সাধারণ মানুষ আজো ততটা সচেতন হতে পারেননি পশ্চিমী দেশের তুলনায়, যতটা সচেতন হলে এই যুদ্ধকে সম্পূর্ণরূপে জয় করা সম্ভব। দেখেছি এই অতিমারিতেও মানুষের মাত্রাতিরিক্ত লোভ কিভাবে অসৎ পথ অবলম্বন করে চলেছে। প্রাণের মূল্য লোভের কাছে নস্যাৎ হয়ে গিয়েছে। প্রাণ নিয়ে খেলা করার হাট বাজার বসে গিয়েছে।

সর্বোপরি বহু মানুষের মাস্ক না পরার প্রবণতা। সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখানো। এসব করোনা ভাইরাসকে দূরীকরণ করার থেকে কয়েক ধাপ পিছিয়ে থেকে তাকে সাদর আমন্ত্রণ জানাতে চাইছেন। টিকা আমাদের প্রাণ বাঁচাতে সক্ষম। কিন্তু এমন কথা কোনো মনীষীই বলেননি বা কোনো ধর্ম গ্রন্থে লেখা নেই যে টিকা নিলেই পৃথিবী থেকে ভাইরাস বিদায় নেবে। তাই সবার আগে প্রয়োজন সর্তকতা ও সচেতনতা। যা আমাদের ভাইরাস যুদ্ধে আর এক কদম জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তাই আজো যারা উদাসীন তাদের কাছে একটাই সবিনয় নিবেদন টিকা নিন, সাথে মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধিকেও প্রাধান্য দিন নিজেকে বাঁচাতে সাথে বিশ্বকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!