খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

করোনার ভয়াবহ আরও একটি ধরন ‘নিওকোভ’ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত পুরো বিশ্ব। এ অবস্থায় বিশ্ববাসীকে দুঃসংবাদ দিলেন বিজ্ঞানীরা। তারা বলছেন, করোনার আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে সাউথ আফ্রিকায়; যেটি মৃত্যু এবং সংক্রমণের দিক থেকে সার্স সিওভি-টু বা কোভিড-১৯ নামক করোনাভাইরাসের ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিওকোভ নামে নতুন এ ধরনটির সঙ্গে মিডল-ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোমের (মার্স) বেশ মিল রয়েছে।

চীনের উহানে বিজ্ঞানীদের এক গবেষণাপত্রের বরাতে শুক্রবার এ খবর ছেপেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

জি নিউজের খবরে বলা হয়েছে, সাউথ আফ্রিকার বাদুড়ের মধ্যে এটির উপস্থিতি পাওয়া যায়। পরে অন্যান্য প্রাণীর মধ্যে তা ছড়িয়ে পড়ে। মিউটেশনের মাধ্যমে এটি আরেকবার পরিবর্তন হয়ে মানুষের মধ্যে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এটি নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন।

গবেষণাপত্রে বলা হয়েছে, করোনাভাইরাসের আগের ধরনগুলোর চেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে নতুন ধরন নিওকোভ। এতে আক্রান্ত প্রতি তিনজনে একজনের মৃত্যু হতে পারে। প্রচলিত কোনো টিকায় এর প্রতিরোধ সম্ভব হবে না।

উহান ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস ইনস্টিটিউট অফ বায়োফিজিকস এ গবেষণাপত্রটি ছেপেছে। সেখানে বলা হয়েছে, মানব কোষে নিওকোভ ঢোকার জন্য শুধু একবার মিউটেশন প্রয়োজন।

বায়োআরজিভ ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত ওই গবেষণাপত্রটির এখনও পিয়ার রিভিউ হয়নি।

‘উইঅন’-এর খবরে বলা হয়েছে, নিওকোভ করোনা নতুন কোনো ধরন নয়। মার্স সিওভির সঙ্গে মিল থাকা ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা গিয়েছিল ২০১৩ ও ২০১৫ সালে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!