খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৩০.৩৩ %

গেজেট ডেস্ক

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আট লাখ ১২ হাজার ৯৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে সর্বাধিক আক্রান্ত হয়েছে রাজশাহী বিভাগে। এ বিভাগে নতুন আক্রান্ত হয়েছে ৬০৭ জন। এর পরে ঢাকা বিভাগে ৪৫৪ জন ও খুলনা বিভাগে ৪২৭ জন আক্রান্ত হয়েছে।

তবে করোনার নমুনার বিপরীতে শনাক্তের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে। আর সবচেয়ে কম ঢাকা বিভাগে। খুলনা বিভাগে শনাক্তের হার ৩০ দশমিক ৩৩ শতাংশ, রংপুর বিভাগে ২১ দশমিক ৩২ শতাংশ, রাজশাহী বিভাগে ১৮ দশমিক ১৫ শতাংশ, সিলেট বিভাগে ১৬ দশমিক ৭২ শতাংশ, বরিশাল বিভাগে ১৫ দশমিক ১৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৩ দশমিক ১৯ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১০ দশমিক ১৭ শতাংশ ও ঢাকা বিভাগে করোনা শনাক্তের হার ৫ দশমিক ০২ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাগেরহাট জেলায় ৫৮টি নমুনার মধ্যে ৩২ জন, চুয়াডাঙ্গায় ২৯টির মধ্যে আটজন, যশোরে ৫১৭টির মধ্যে ১৬১ জন, ঝিনাইদহে ৬৯টির মধ্যে আটজন, খুলনায় ৩০৩টির মধ্যে ৭৯ জন, কুষ্টিয়ায় ২৩২টির মধ্যে ৫৬ জন, মাগুরায় ৪২টির মধ্যে ছয়জন, মেহেরপুরে ৩১টির মধ্যে ১০ জন, নড়াইলে ৩৩টির মধ্যে ১৭ জন ও সাতক্ষীরায় ৯৪ জনের মধ্যে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৩৩ শতাংশ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!