খুলনা, বাংলাদেশ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশের অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কারণ নেই: অর্থ উপদেষ্টা
  শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও পুতুলের ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি টাকা জব্দ করেছে দুদক

কবি দীপু রানী গাইনের প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

কবি দীপু রানী গাইনের প্রথম কাব্যগ্রন্থ ‘মুক্ত বলাকা’র প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় খুলনার নিরালাস্থ সোয়াট সিল্ড্রেন স্কুল সবুজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা কলেজিয়েট স্কুল, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনার অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনু রানী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি এবং মোড়ক উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, পিএইচডি।

কাব্যগ্রন্থের উপর আলোচনা করেন সরকারি পাইওনিয়র মহিলা কলেজের অবরপ্রাপ্ত অধ্যক্ষ মিনতি রানী মন্ডল, চালনা এম এম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সঞ্জয় কুমার সাহা, পরিবেশ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক অসিত কুমার সাহা। কাব্যগ্রন্থের কবিতা থেকে আবৃত্তি করেন কবি মাহফুজুর রহমান মুকুল, জাহানারা আক্তারি।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অবসরপ্রাপ্ত কৃষি বিভাগের উপ-পরিচালক শচীন্দ্র নাথ গাইন, বন বিভাগের অবসরপ্রাপ্ত ডেপু রেঞ্জার নিরাঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের খুলনা’র সদস্য সচিব ও নারী নেত্রী সুতপা বেদজ্ঞা।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!