কপিলমুনিকে বিনোদগঞ্জ পৌরসভা গঠনের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপত্বিতে ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার এম মোজাফ্ফর হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, প্রবীন ব্যক্তিত্ব ও সমাজসেবক আলহাজ্ব এরফান আলী মোড়ল, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মুস্তাফিজুর রহমান পারভেজ, অধ্যাপক ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক রেজাউল করিম খোকন, আ’লীগ নেতা যুগোল কিশোর দে, শেখ বেনজীর আহমেদ বাচ্চু, এম এম আজিজুল হাকিম, বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ, ব্যাংকার শেখ আব্দুর রশীদ, সাধন চন্দ্র ভদ্র, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, ইউপি সদস্য রাজীব গোলদার, সন্দীপ কুমার সাধু, এ এস এম মোস্তাফিজুর রহমান মিন্টু, কপিলমুনি পবিস ইনচার্জ মোঃ আব্দুস সোহবান, রফিকুল হাওলাদার, আঃ আজিজ বিশ্বাস, চম্পক কুমার পাল, রামপ্রসাদ পাল, রায়হান পারভেজ রনি, প্রদীপ অধিকারী, জি এম সামাদ সহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বাজার ব্যবসায়ী, ফাঁড়ি পুলিশের ইনচার্জ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার সুধী সমাজের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এ হোসেন