একুশে ফেব্রুয়ারি আসে
শহীদের রক্ত ঝরা ইতিহাসকে
স্মরণ করাতে নয়
একুশে ফেব্রুয়ারি আসে
রক্তের লাল দর্পণে
বাংলা ও বাঙালির বিজয় ডঙ্কা বাজাতে।
তখনো স্বাদ ছিল না
পদ্মার ইলিশের
তখনো ঘ্রাণ ছিল না
বাংলার সবুজ খেতের
বসন্তের মন মাতানো
কোকিলের হিয়া
রাগিনীর ব্যাকুলতায় পঙ্গু
একুশে ফেব্রুয়ারি তারই
ফিরিয়ে দেওয়ার নির্ভীক প্রতিষ্ঠাতা।
একুশে ফেব্রুয়ারি আসে
আমার মাকে আউল বাউলের
সুর শোনাতে
একুশে ফেব্রুয়ারি আসে
আমার মাকে ফকিরি গান শোনাতে
একুশে ফেব্রুয়ারি আসে
আগমনীর আনন্দ,দশমীর বিরহ কিংবা
রমজানি নিশীথের গজল শোনাতে
অথবা সেহেরির
ভাত খাওয়াবার সঙ্কেত দিতে।
একুশে ফেব্রুয়ারি
তুমি স্বাক্ষী, ধর্ম নয়
ভাষা সংস্কৃতি ইতিহাস
জাতি গঠনের সত্ত্বা
একুশে ফেব্রুয়ারি
তাই তুমি ইতিহাস।
একুশে ফেব্রুয়ারি
বরকত সালাম
রফিক জব্বারদের
মায়ের কোল শূণ্য করে
বাংলার সব মায়ের কোলকে
করেছো দুর্বার।
একুশে ফেব্রুয়ারি
বাংলার মুখ অবয়বে দেখি
গোটা বিশ্বকে দেখার অঙ্গীকার।
একুশে ফেব্রুয়ারি
তুমি আবার নেমে এসো
হিংস্র নিধনের যজ্ঞ নিয়ে
একু ফেব্রুয়ারি
আবার নেমে আসুক
ভগ্ন হৃদয়ের জোড়া দিতে।
খুলনা গেজেট/এনএম