আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার দাবিতে প্রাণদানের গৌরবোজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭০ বছর পূর্ণ হলো।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
একুশের প্রথম প্রহরে খুলনার শহীদ হাদিস পার্কে মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান,
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন,
কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা, খুলনা রেঞ্জ ডিআইজির দপ্তর,
খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,
আ’লীগ, বিএনপি, খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন,
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।