খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেছেন, রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়েই এ প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ গঠনে আত্মনিয়োগ করেন সংস্থাটি তখন সেবামূলক কর্মকান্ডে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল।
সিটি মেয়র শনিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে ইউনিট পর্যায়ের দুর্যোগ সাড়াদান দলের সদস্যদের ‘সন্ধান ও উদ্ধার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ’ কর্মসূচির আওয়তায় খুলনা সিটি ইউনিট ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তৃতাকালে সিটি মেয়র আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রাক্কালে পূর্ব সতর্কতা অবলম্বন করা হলে ক্ষয়-ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব। সে কারণে আবহাওয়া বিষয়ক সতর্কতা সংবাদ পাওয়া মাত্রই নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করা উচিত। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগে এ যাবৎ যত জান ও মালের ক্ষতি হয়েছে তার সিংহ ভাগ হয়েছে সতর্ক না হওয়ার কারণে। ক্ষয়-ক্ষতির এ সকল তথ্য-উপাত্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী ও উদ্ধাকর্মীদের জানতে হবে এবং সাধারণ মানুষকে জানিয়ে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সংবাদিক মকবুল হোসেন মিন্টু। স্বাগত বক্তৃতা করেন সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির এবং প্রশিক্ষণ প্রদান করছেন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক মৃণাল কান্তি রায়। অন্যান্যের মধ্যে সিটি ইউনিটের লেবেল কর্মকর্তা মো: মাঈনুল ইসলাম পলাশ ও জেলা ইউনিটের লেবেল কর্মকর্তা মো: তরিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম