খুলনা, বাংলাদেশ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  বাংলা নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে রাখা হল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

উন্নয়ন বার্তা’র ৪র্থ সংখ্যার আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার প্রকাশিত হল “উন্নয়ন বার্তা”র ৪র্থ সংখ্যা। এই সংখ্যায় স্থান পেয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়কালে খুলনা জেলার উন্নয়নের চিত্র।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রৈমাসিক এ প্রকাশনার বিগত তিনটি সংখ্যা নিয়মিত বিরতিতে প্রকাশিত হলেও করোনা মহামারীর কারণে ৪র্থ সংখ্যা প্রকাশে বিলম্ব হয়। এখন থেকে এটি পুনরায় নিয়মিত বিরতিতে প্রকাশিত হবে।
৪র্থ সংখ্যা প্রকাশের মধ্যদিয়ে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত সময়কালে পুরো এক বছরের উন্নয়নের কথামালা উঠে আসে “উন্নয়ন বার্তা”য়।
হার্ডকপি প্রকাশের সাথে সাথে খুলনা জেলা বাতায়ন (www.khulna.gov.bd)-এ প্রকাশিত হয়েছে “উন্নয়ন বার্তা”র ডিজিটাল ভার্সন। এরফলে খুলনার উন্নয়নের কথা সমাজের সর্বস্তরের মানুষের কাছে যেকোন সময় যেকোন অবস্থায় পৌঁছে যাবে।

“উন্নয়ন বার্তা” সম্পাদনা করেছেনঃ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, সহকারী কমিশনার শারমিন জাহান লুনা ও দেবাশীষ বসাক।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!