খুলনা, বাংলাদেশ | ১২ ফাল্গুন, ১৪৩১ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  পদত্যাগ করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম
  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা, শুনানি আগামীকাল
  তৎকালীন সরকারের যোগসাজশেই বিডিআর বিদ্রোহের ঘটনা, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হবে : মির্জা ফখরুল

উদ্বোধনের পর জমে উঠেছে পথের বাজারে খাজনামুক্ত সাপ্তাহিক হাট-বাজার

ফুলবাড়িগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের পথের বাজারে বসেছে সাপ্তাহিক নতুন হাট-বাজার। নতুন এই হাট বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় সবধরনের পণ্যের দোকান বসেছে। পার্শ্ববর্তী এলাকার সকল গ্রামের লোকজনের সমাগম ঘটছে বাজারে।

ব্যবসায়ীদের অস্থায়ীভাবে নিয়ে বসা কাঁচামাল, মাছ, সবজি, তরি-তরকারি,পান-সুপারি মুদি মনোহরী ও গৃহপালিত পশুপাখি বেচা-কেনা জমে উঠেছে। নতুন হাট-বাজার বসেছে শুনে এলাকার লোকজনের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে নতুন বাজার দেখতে আসা লোকজনের ভীড় জমেছে। নতুন এই বাজারে আমদানিকৃত মাছ ও তরি- তরকারির পাশাপাশি এলাকার গ্রামীণ কৃষকের ফলানো টাটকা সবজিও এই বাজারে পাওয়া যাবে। এছাড়াও ভৈরব নদী ও আশপাশের বিলের তরতাজা মাছ যা অন্যান্য বাজারের তুলনায় অনেক সস্তা দামে ক্রয় করতে পারছেন ক্রেতারা। এই বাজারকে ঘিরে ফুলতলা উপজেলার দামোদার ও আটরা গিলাতলা ইউনিয়নের মানুষের সাথে সৌহার্দ ও সম্প্রীতি সুদৃঢ় করতে এবং উভয় এলাকার মানুষ অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবে।

পথের বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইকতিয়ার হোসেন মওলা বলেন, বাজার বনিক সমিতি ও বাজার ইজারাদার প্রতিষ্ঠান এর পক্ষ থেকে সপ্তাহে ২ দিন খাজনামুক্ত হাট বসানোর সিদ্ধান্ত হয়। শুরুতেই ব্যবসায়ি ও ক্রেতাগণদের ভিতরে ব্যাপক উৎসাহ ও সাড়া পাওয়া যাচ্ছে। এছাড়া হাটটিতে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, প্রশাসনিক নিরাপত্তা কাঁদা পানি মুক্ত ও ২৪ ঘন্টা বৈদ্যুতিক সু ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, পথের বাজারে সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসবে। এছাড়াও প্রতিদিন বিকেলে সাধারণ নৃত্যপ্রয়োজনীয় দোকান বসবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!