খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

উইএসএমএস প্রকল্পের সমাপনী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন সহযোগি সংস্থা (উইএসএমএস) এর পাঁচ বছর মেয়াদী প্রকল্পের সমাপনী কর্মশালা আজ (মঙ্গলবার) খুলনার হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, বিসিকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবির হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বাপন কুমার গুহ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আয়নাল হোসেন। উইএসএমএস এর টিম লিডার নাভিদ আকবর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় বিভিন্ন উদ্যোক্তারা বক্তৃতা করেন।

অতিথিরা বলেন, এই প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ কার্যক্রমের সফলতা অব্যাহত থাকবে। সরকার নারীর ক্ষমতায়ণে অসংখ্য কার্যক্রম বাস্তবায়ন করছে। নারী উদ্যোক্তা তৈরিতে মহিলা বিষয়ক দপ্তর, মহিলা পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা দপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, কারিগরী প্রশিক্ষণসহ ক্ষুদ্র ঋণদানের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তাঁরা বলেন, এসকল সুবিধা কাজে লাগিয়ে নারীকে আত্মবিশ্বাসী হয়ে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হতে হবে।

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!