কোরবানি ঈদের একদিন বাকি। তাই ব্যস্ততা বেড়েছে কর্মকারদের। বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানি ঈদের কিছুদিন আগে থেকেই এ পেশার সঙ্গে সংশ্লিষ্টদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। কিন্ত গত দুই বছর ধরে কোরবানি ঈদের আগে কর্মকারদের সেই ব্যস্ততা আর নেই।
করোনার কারণে কমেছে ব্যস্ততা। জানালেন ফুলবাড়িগেট গুরু লৌহ ভান্ডার এর স্বত্বাধিকারী গৌরাঙ্গ কর্মকার । গৌরাঙ্গ কর্মকার এর বয়স এখন ৫৮ বছর। ১৯৭৩ সাল থেকে বাবা সুবোল কর্মকার এর হাত ধরে তাঁর এ পেশার সংঙ্গে পরিচিতি। ১৯৭৯ সাল থেকে দীর্ঘ ৪২ ধরে তিনি ফুলবাড়িগেটে কর্মকারের কাজ করছেন। তাঁর অন্য দুই ভাই নিতাই কর্মকার এবং রতন কর্মকাররও এ পেশার সংগে জড়িত। গৌরাঙ্গ কর্মকার এর ৩ ছেলে এবং ২ মেয়ে। বড় ছেলে এ পেশার সংগে জড়িত। ছোট দুই ছেলে পড়াশুনা করছে। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে স্কুল বন্ধ থাকায় পিতাকে সহযোগীতা করতে তাঁরা খন্ডকালীন এ পেশায় জড়িয়ে পড়েছেন।
গৌরাঙ্গ কর্মকার হতাশার সুরে এ প্রতিবেদককে বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর যাবৎ এ পেশায় টিকে থাকা চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হচ্ছে। কোরবানি ঈদের বেশ কিছুদিন আগে থেকেই কাজের যে চাপ এবং ব্যস্ততা ছিলো গত দুই বছর যাবৎ সেটা আর নেই। এ পেশার সংগে সংশ্লিষ্ট ৫ জন কর্মচারী নিয়ে বর্তমান পরিস্থিতিতে টিকে থাকা দুরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি