এক বছরের বেশি হলো
বন্ধ শিক্ষালয়,
দফায় দফায় বাড়ছে ছুটি
লেখাপড়া ক্ষয়।
সন্তান তুল্য ছাত্র-ছাত্রীর
জীবন নষ্ট আজ,
লেখা পড়া ছেড়ে দিয়ে
করছে কেহ কাজ।
অভিভাবক উদ্বিগ্ন সব
ভবিষ্যত কি হয় ?
ফেসবুকে আর ইন্টারনেটে
আসক্তি যে রয়।
শিক্ষকরাও ভুলে যাবে
গণিত বাংলা সব,
করোনা রোগ দূর করে দাও
গোটা বিশ্বের রব।
হাট বাজার আর কোর্ট কাচারী
চলছে যেমন ভাই,
স্বাস্থ্যবিধি মেনেই তেমন
ইস্কুল খোলা চাই।
(লেখক : শেখ মুহাম্মদ আহসানুল্লাহ, সহকারী শিক্ষক গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় )
খুলনা গেজেট/ এস আই