ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। গত ক’দিন ধরে চলা ভয়াবহ বৃষ্টিপাতে এই বন্যার সৃষ্টি হয়।
ভূপ্রাকৃতিকভাবে ইরান সাধারণত শুষ্ক জলবায়ুর দেশ। সেখানে বন্যাও বেশ বিরল। তবে এ বছর সব হিসেব পাল্টে দিয়ে ভারি বর্ষণ এবং ভয়াবহ বন্যার কবলে পরেছে দেশটি।
ডনের খবরে জানানো হয়েছে, আইজে এবং রুদবাল শহর বন্যায় আক্রান্ত হয়েছে সবথেকে গুরুতর ভাবে। এতে শহর দু’টির ১৭ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদেরমধ্যে ১৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এছাড়া নিখোঁজ আছেন আরও ৬ জন। নদীর আশেপাশে থাকা মানুষরাই মূলত এই দুর্যোগে সবথেকে বড় ক্ষতির মুখে পড়েছে।
নদীতে স্রোত বৃদ্ধির বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই আলোচিত হচ্ছিল।
গত কয়েক বছরে ইরানের ভূপ্রকৃতি পাল্টে যাচ্ছে। এটি ভয়াবহ সব খড়ায় আক্রান্ত হচ্ছে। আবার একইসঙ্গে বন্যার প্রকোপও বাড়ছে।
২০১৯ সালে ভয়াবহ বন্যায় দেশটির ৭৬ জন নিহত হয়েছিলেন। ক্ষতি হয়েছিল ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের। এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিজ্ঞানীরা।