সাতক্ষীরা দেবহাটা সীমান্তের ইছামতি নদী থেকে আহছান হাবিবুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকালে ইছামতি নদীর কোমরপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার হয়। মরদেহটি বাংলাদেশ পাড়ের নদীর চরে আটকে ছিল।
মৃত আহসান হাবিবুল হক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা এলাকার আয়নাল হকের ছেলে।
কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, সীমান্তের ইছামতী নদীতে ভেসে আসা একটি মরদেহ নদীর বাংলাদেশ পড়ে আটকে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স প্যান্ট। তার গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকালে দেবহাটা থানা পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে