খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি
স্মরণ সভায় তালুকদার আব্দুল খালেক

ইউনুচ আলী ও আলী আকবর ছাত্র রাজনীতির দু:সময়ে সাহসী নেতা ছিলেন

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ ইউনুচ আলী ইনু ও আলী আকবর শেখ খুলনার ছাত্র রাজনীতির দু:সময়ে অন্যতম কিংবদন্তী সাহসী নেতা ছিলেন। সেই ৬০ এর দশকে তিনি ছাত্র রাজনীতি শুরু করেন। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং খুলনায় মুজিব বাহিনীর ডেপুটি কমা-ার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। একই সাথে আলী আকবর শেখ নিজস্ব যোগ্যতায় রাজনীতিতে নিজেকে গড়ে তুলেছিলেন। তিনি জিয়া এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলেন।

শুক্রবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ ইউনুচ আলী ইনু, আলী আকবর শেখ, শেখ আনসার আলী, আলহাজ্ব শেখ মজনু, গাজী মোহাম্মদ আলী, হাবিবুর রহমান হাবিব, এ্যাড. শেখ নুরুল হক সহ সকল মৃত নেতৃবৃন্দের স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, বেগ লিয়াকত আলী, নুর ইসলাম বন্দ, কামরুজ্জামান জামাল, শেখ সৈয়দ আলী, তসলিম আহমেদ আশা, আশরাফুজ্জামান বাবুল, অসিত বরণ বিশ্বাস, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এস এম খালেদীন রশিদী সূকর্ণ, মো. সফিকুর রহমান পলাশ, মো. ইমরান হোসেন।
সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সাবেক জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, এ্যাড. কাজী বাদশা মিয়া, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন খান, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যা. রুনু ইকবাল, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, মাকসুদ আলম খাজা, এ্যাড. আব্দুল লতিফ, আবুল কাশেম ডাবলূ, অধ্যক্ষ ফ. ম. আ. সালাম, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, মোল্লা মুজিবর রহমান, শাহীন জামাল পন, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, অজিত বিশ্বাস, মো. ওয়াজেদ আলী মজনু, গোপাল চন্দ্র সাহা, শেখ আব্দুল কাদের, দেব দুলাল বাড়ৈই বাপ্পি, জামিল খান, মাহামুদুর রহমান রাজেস, মো. শহিদুল হাসান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণ সভা শেষে নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদ এবং সদ্য মৃত নেতাদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!