সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানীয়া ট্রাস্ট ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী মঙ্গলবার (৬ মে) খুলনায় আসছেন। তিনি বিশ্বখ্যাত মুফাসসিরে কুরআন মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝ ছেলে।
সকাল ৯টায় শামীম সাঈদী সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানীয়া ট্রাস্টের অধীন দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মহিলা শাখার পঞ্চম তলা উদ্বোধন করবেন। সকাল ১০টায় দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখা এবং হেফজ বিভাগের পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।
বিকাল ৩টায় সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানীয়া ট্রাস্টের বৈঠকে সভাপতিত্ব করবেন শামীম সাঈদী। সভা পরিচালনা করবেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মহিলা শাখার আহ্ববায়ক এস এম আজিজুর রহমান।
খুলনা গেজেট/এমএনএস