খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

আশাশুনিতে আগুনে পুড়ে কৃষক লীগের অফিস ও ৭ টি দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর বাজারে অগ্নিকান্ডে কৃষক লীগের অফিসসহ ৭ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে বিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকালে এঘটনা ঘটে। চায়ের দোকানের চুলার আগুন থেকে আগুন লাগার কারণ বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থরা।

প্রতাপনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেও ইউপি সদস্য উজ্জ্বল হোসেন ঘরামি জানান, দুপুরে কল্যাণপুর বাজারে দোকান বন্ধ করে যে যার মতো বাড়ি চলে যায়। বিকালের দিকে হঠাৎ বাজারের কয়েকটি ঘরে আগুন লেগে যায়। বৈদ্যুতিক শট সার্কিট অথবা চায়ের দোকানের চুলার আগুন থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘণ্টা ব্যাপী চলা এ অগ্নিকান্ডে কল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের হার্ডওয়ারের দোকান, আসলাম হোসেনের শাড়ির দোকান, মৃত্যুঞ্জয়ের কসমেটিকের দোকান, আব্দুল আজিজের মিষ্টির দোকান, ইউনিয়ন কৃষক লীগের অফিস, আজুর চায়ের দোকান, শহিদুল্লাহর চায়ের দোকান, আজহারুল ইসলামের চায়ের দোকান পড়ে ভস্মীভূত হয়ে যায়। পার্শ্ববর্তী কোন জলাশয় বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো যায়নি।

শাড়ির দোকানের মালিক আসলাম হোসেন জানান, খবর পেয়ে আমরা বাড়ি থেকে দোকানে চলে আসি। কিন্তু পাশে কোন জলাশয় না থাকায় আগুন নেভানো যায়নি। ঘন্টাখানেকের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আমার ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। একজায়গায় ৭টি দোকান ও অফিস থাকায় পরপর পুড়েছে। পরে আগুন নিভে গেছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ বলেন, আমি কল্যাণপুর বাজারে গিয়েছিলাম। ভস্মীভূত দোকানের মধ্য থেকে দোকানীরা কিছু কিছু মালামাল সরিয়ে নিয়েছে। তবে অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়েছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান,কল্যাণপুর বাজারে আগুন লাগানোর ঘটনায় আমাদের কেউ অবহিত করেনি।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!