যশোরে এক কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আল কারীম ফাউন্ডেশনের ছয় কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ প্রতিষ্ঠানের প্রতিনিধি হাফিজুর রহমান সোমবার(১৭ জানুয়ারি) মামলাটি দায়ের করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, আল কারীম ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক বায়োজীদ হাসান, অর্থ সচিব মাসুদ রানা, সহ-সভাপতি সাহিদা বেগম, সভাপতি নজরুল ইসলাম খান ও সদস্য আব্দুস সামাদ চঞ্চল।
যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে হাফিজুর রহমান মামলায় বলেছেন, তিনি আল কারীম ফাউন্ডেশনের একজন প্রতিনিধি। আসামিরা সংস্থায় টাকা লগ্নি করলে বিপুল পরিমাণ লাভের প্রলোভন দেখায়। এ কারণে তিনিসহ আরও বেশ কয়েকজন প্রতিনিধি সংস্থার হয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এক কোটি ৯১ লাখ পাঁচ হাজার ৩শ’ ৯৭ টাকা সংগ্রহ করে আসামিদের কাছে প্রদান করেন। ২০০৪ সালের ১৫ মার্চ থেকে ২০২১ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তাদের কাছে এ টাকা জমা দেয়া হয়। এ টাকা আসামিরা সংস্থার অর্থ সচিব মাসুদ রানার অ্যাকাউন্টে রেখে দেন। এরপর আসামিরা ওই টাকা কৌশলে আত্মসাৎ করেন।
বিষয়টি বুঝতে পেরে হাফিজুর রহমানসহ অন্য প্রতিনিধিরা টাকা ফেরত চাইলে আসামিরা নানাভাবে তাদের ঘোরাতে থাকেন। এক পর্যায়ে গত ৪ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সংস্থার কার্যালয়ে গিয়ে হাফিজুর রহমানসহ অন্যরা আসামিদের কাছে টাকা ফেরত চান। কিন্তু তারা টাকা ফেরত দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এ কারণে বাধ্য হয়ে বাদী আদালতে মামলা করেন।