খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

‘আ’লীগ নয় বরং বিএনপিরই রাজনীতি থেকে বিদায়ের সময় এসেছে’

গে‌জেট ডেস্ক

আওয়ামী লীগ নয় বরং বিএনপিরই রাজনীতি থেকে বিদায় নেয়ার সময় এসেছে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

‘সরকারের দিন ফুরিয়ে এসেছে’ বলে ৮ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার নয়, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপিরই রাজনীতি থেকে বিদায় নেয়ার সময় এসেছে। দলটি যেমন সরকারের ব্যর্থ হয়েছে তেমনি বিরোধী দলেও দায়িত্বহীন আচরণ করেছে।’

তিনি বলেন, ‘মিথ্যার মোড়কে বিএনপির অগণতান্ত্রিক রাজনীতির স্বরুপ জনগণের কাছে এখন স্পষ্ট। তাদের শাসন আমলেইতো দেশ মগের মুল্লুকে রুপান্তরিত হয়েছিল।

‘ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার ডাল-পালার বিস্তার ঘটেছিল তাদের আমলেই। সার চাইতে গিয়ে কৃষকেরা প্রাণ দিয়েছিলেন। বিএনপির শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় জনগণের নাভিশ্বাস উঠেছিল, সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মত জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের মুখের কথায় জনগণের এখন আর কোনো আস্থা নেই। বিএনপি প্রায় প্রতিদিনই মিটি – মিছিল করছে, সমাবেশ করছে, অথচ তারা অভিযোগ করছে তাদের নাকি সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না,তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

এসব মিথ্যা অভিযোগ মিথ্য দাবি করে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, ‘বিএনপির নিজেদের ব্যর্থতা ও নানান অপকর্মের দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা করা পুরোনো স্বভাব।’

বিএনপি আবারও দেশকে অরাজকতায় ডুবিয়ে দিতে চায় অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ বর্ণচোরা বিএনপিকে চেনে, জনগণ সেই সুযোগ তাদের আর দেবে না।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!