মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে।
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তারা ভয় ও ঘুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিগত ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারিনি। তিনি বলেন, আমরা এখন স্বপ্ন দেখছি। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সন্তানেরা যে স্বপ্ন দেখিয়েছে, দেশবাসীকে সাথে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আ ন ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জব্বার ও যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সদ্যবিদায়ী শিক্ষক প্রফেসর মো. ইদ্রিস মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর ড. আব্দুর রাজ্জাক ও কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. মতিউর রহমান সবুজ।
খুলনা গেজেট/এনএম