আওয়ামী লীগ নেতা এস এম এ রব এর ২২ তম শাহাদত বার্ষিকী বৃহস্পতিবার। এ লক্ষে শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১১ আগস্ট ভোর থেকে আরাফাত আবাসিক জামে মসজিদ, এতিমখানাসহ মাদ্রাসায় পবিত্র কুরআনখানী। এতিম শিশুদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ।
সকাল ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ। বাদ যোহর বায়তুন নুর জামে মসজিদসহ সোনাডাঙ্গাস্থ সকল মসজিদে দোয়া মাহফিল।
এছাড়া মরহুমের পরিবার, বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতি ও এসএমএ শপিং কমপ্লেস্কে পৃথক পৃথক কর্মসূচি পালিত হবে।
উল্লেখ্য, বিগত ২০০০ সালের ১১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে সোনাডাঙ্গাস্থ নিজ বাসভবন থেকে মসজিদে যাওয়ার পথে এস এম এ রব সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সে সময় এস এম এ রব খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ঘোষিত মেয়র প্রার্থী ছিলেন।