বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন খুলনায় বিশাল গণমিছিল বের করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়। পিটিআই মোড়, রয়েল মোড়, ময়লাপোতা, শিববাড়ি, ফেরিঘাট হয়ে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুন্নসহ উন্নয়ণে বাঁধা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো দুরভিসন্ধি করছে। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। তাই বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে সরকার অনুমতি দিয়েছে। এতে যেমন শহরের যানজট কমবে, তেমনি জনসভায় বেশি মানুষও ধরবে। বিএনপি সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি চেয়ে এখন তারা পল্টনে সমাবেশ করতে চায়। অর্থাৎ বিএনপি ইচ্ছাকৃতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইবনুল হাসান ও ছাত্রনেতা রাহুল শাহরিয়ার।
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির এ্যাড. খন্দকার মজিবর রহমান, মো. শাহজাদা, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শামছুজ্জামন মিয়া স্বপন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর শেখ গাউসুল আজম, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর গোলাম মওলা শানু, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর রেকসোনা কালাম লিলিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।