খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

‘আমার বাবা মাকে হাসাতে পেরেছি’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

খুলনা গেজেটের সাথে আলাপকালে এমনটাই বলছিলেন, ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাতক্ষীরার আশাশুনির মেয়ে সেলিনা আক্তার।

গত ২৮ সেপ্টেম্বর কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গিয়েছে।

সরকারি জজ পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বুধবার (৪ অক্টোবর) সেলিনা আক্তারকে শুভেচ্ছা জানিয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী।

সেলিনা আক্তার সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম বিশ্বাসের মেয়ে। তিনি ২০০৪ সালে নিজ গ্রাম চেউটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং ২০১০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে। ২০১২ সালে সাতক্ষীরা সরকারী কলেজ থেকে বানিজ্য বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন।

এরপর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) এ ২০১২-১৩ সেশনে ভর্তি হয়ে এলএলবি (অনার্স) ও পরে এলএলএম (মাষ্টার্স) শেষ করেন। সেখান থেকে পড়াশুনা করে

প্রস্তুতি নিয়ে ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) পদে (সহকারী জজ) নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হন।

সারাদেশে এ পরীক্ষায় মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এ ব্যাপারে সেলিনা আক্তার বলেন, এই অনুভূতি যে কেমন সেটা আমি বোঝাতে পারব না। সব থেকে বড় বিষয় হলো- আমার বাবা মাকে হাসাতে পেরেছি। আশেপাশের সবাই যখন আমাকে নিয়ে গর্ব করছে তখন অত্যন্ত ভালো লাগছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!