আমার বাড়ি এসো বন্ধু দেখতে ফুলের মেলা
ঘাসের ডগায় শিশির ঝরে মিষ্টি সকাল বেলা।
পূব আকাশে সূর্য ওঠে সোনালি রোদ হাসে
নিত্য ভোরে পাখিরা যে আমার বাড়ি আসে।
লাফা-লাফি করে ভীষণ দুষ্টু ফড়িং ছানা
বাড়ির পাশে সবুজ মাঠে নেই তো যেতে মানা।
ফুল বাগিচায় প্রজাপতি মনের সুখে নাচে
চোখ জুড়ানো ফলগুলো যে গাছে ঝুলে আছে।
আমার বাড়ি আসলে বন্ধু সুখের ছোঁয়া পাবে
নীল আকাশে মেঘের দেশে মন হারিয়ে যাবে।
ফুল কলিদের কাছে আমি বলি অনেক কথা
ভালোবাসি মনকাড়া ওই সবুজ তরুলতা।
নিঝুম রাতে চাঁদের হাসি লাগে ভীষণ ভালো
চোখে পড়ে বাঁশবাগানে জোনাকিদের আলো।
মেঠো পথে হাঁটলে তোমার মনটা সুখে ভাসবে
বলো বন্ধু আমার বাড়ি কখন তুমি আসবে?
খুলনা গেজেট/এএজে