খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  ড. শেখ আব্দুল রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  বাংলাদেশী ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

আফিলগেটে রাস্তার বেহালদশা, ভোগান্তি চরমে

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় আটরা গিলাতলার আফিলগেট এর প্রধান সড়কটির অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে গেছে।

স্থানীয়রা জানায়, আফিল জুট মিল সংলগ্ন বাজারের পাশ দিয়ে চলে যাওয়া আফিলগেট ঘাট পর্যন্ত, রাস্তাটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। চলাচলের প্রধান রাস্তাটি মাটির তৈরী হওয়ায় বৃষ্টি হতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।

ভ্যানচালক সোহেল রানা বলেন, ভ্যান চালিয়েই চলে তার সংসার। রাস্তা নিয়ে তার অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে, কালকেই তা আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে ভ্যানটানা খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।

আফিলগেট বাজারের ব্যাবসায়ি রমজান আলী বলেন, ‘দুদিন পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে পিচপাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। তারমধ্যে একটু বৃষ্টি আসলে সব ডুবে যায়। যানবাহন ঠিকমতো চলাচল তো দূরের কথা, মানুষ ঠিকভাবে চলাচল করতে পারে না।’

এ বিষয়ে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বলেন , ‘ভোগান্তির কথাটি মাথায় রেখে এই মুহূর্তে কোনো বরাদ্দ না থাকায় ব্যক্তিগত অর্থ দিয়ে ইতিমধ্যে রাস্তার কাজ শুরু করা হয়েছে। বর্ষা মৌসুমের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে , আশা করি অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা হবে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!