খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

আফগান যুবাদের উড়িয়ে সিরিজ টাইগারদের

ক্রীড়া ডেস্ক

চাপের মুখে দারুণ সেঞ্চুরিতে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন আইচ মোল্লা। বল হাতে আলো ছড়িয়েছেন নাইমুর রহমান। দুই তরুণের জ্বলে ওঠার দিনে বাংলাদেশের যুবাদের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সহজ জয়ে আফগানদের উড়িয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় যুব ওয়ানডেতে ১২১ রানের বড় ব্যবধানে আফগান যুবাদের হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচেও জিতেছে বাংলাদেশ। টানা তিন জয়ে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে স্বাগতিকেরা। সিরিজে এখন ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

এদিন টস জিতে ৬ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ। যদিও ব্যাটিংয়ের শুরুটা খুব হতাশার ছিল বাংলাদেশের। ছয় রান তুলতে দুই উইকেট হারিয়ে ফেলেছিল লাল-সবুজের দল। সেখান থেকে দলকে উদ্ধার করেন আইচ। উইকেটে থিতু হয়ে ১৩০ বলে ১০৮ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৪ ছক্কা ও ৮ বাউন্ডারিতে সাজানো। আইচের ব্যাটে চড়ে আফগান যুবাদের ২২৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ।

জবাব দিতে নেমে মুখ থুবড়ে পরে সফরকারীরা। নাইমুরের বোলিংয়ে গুটিয়ে যায় কেবল ১০১ রানে। বল হাতে দলকে বড় জয় এনে দেওয়া নাইমুর মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন। আগের ম্যাচেও দুর্দান্ত ছিলেন তিনি। গত ম্যাচে ১৪ রানে নিয়েছিলেন ৪টি। নাইমুর ও আইচের কল্যানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২২২/৬ (প্রান্তিক ১, মফিজুল ২৭, খালিদ ০, আইচ ১০৮, মেহরুব ৭, তাহজিবুল ১৮, মামুন ৩২* , আরিফুল ৪* ; জাদরান ১/৪৮, আহমেদজাই ৩/৩৯, হাসানি ০/৫১, ইজাজ ০/৪, ইজহারুল ১/২৫, কামরান ০/৩১, ইজাজ আহমেদ ১/১৫)

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৩৯.৪ ওভারে ১০১ (বানুরি ৯, সাফি ১৮, বিলাল ২২, ইজাজ ২১, সালিমি ১৩, আহমেদজাই ২, কামরান ৫, ফাইসাল ০, ইজহারুল ১, হাসানি ৪, জাদরান ১* ; তারেক ০/১১, রিপন ৩/১৭, মেহরুব ০/১৬, আরিফুল ২/২৩ , মামুন ০/১৪, নাঈমুর ৫/১৭ )

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: আইচ মোল্লা।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩- ০ ব্যবধানে এগিয়ে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!