ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে আজ খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারিয়েছে শেলটেক ক্রিকেট একাডেমি। এই জয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। আসরে ৭ ম্যাচ খেলে অপরাজিত শেলটেক। ৭ জয়ে তাদের নামের পাশে ১৪ পয়েন্ট।
দ্বিতীয় অবস্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ১২। ৭ ম্যাচ খেলে ৬ জয়ের বিপরীতে তাদের হার একটি ম্যাচে। শেষ ম্যাচে যদি মোহামেডান জেতে এবং শেলটেক হেরে যায় তাহলে দুই দলেরই পয়েন্ট হবে সমান ১৪ করে।
তখন টুর্নামেন্টের নিইয়ম অনুযায়ী, বিবেচনা করা হবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফল।
যেহেতু মোহামেডানের বিপক্ষে সর্বশেষ দেখায় শেলটেক জিতেছিল তাই পয়েন্ট সমান হলেও চ্যাম্পিয়ন হবে শেলটেক। যদিও অন্য টুর্নামেন্টে বিবেচনা করা হয় নেট রানরেট। তবে এই টুর্নামেন্টে সেই নিয়ম নেই।
পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। ৭ ম্যাচে দুই হার তাদের। ৫ জয়ে তাদের নামের পাশে ১০ পয়েন্ট। পরের অবস্থানে আছে গুলশান ইয়ুথ ক্লাব। ৭ ম্যাচে তাদের পয়েন্টও ১০।
আর পঞ্চম স্থানে আছে বিকেএসপি। ৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮।
খুলনা গেজেট/এএজে