আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে বুধবার বিধ্বস্ত হওয়া মস্কোগামী বিমানটি ভারতের নয়। স্থানীয় আফগান গণমাধ্যমের প্রতিবেদনের পরে ভারত সরকার এ তথ্য নিশ্চিত করেছে। যাত্রীবাহী বিমানটি দিল্লি থেকে মস্কোতে যাচ্ছিল বলে ধারণা। খবর এনডিটিভির।
ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এক্সে জানিয়েছে, ‘আফগানিস্তানে এইমাত্র যে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনাটি ঘটেছে তা ভারতীয় নির্ধারিত বিমান বা নন-শিডিউল (এনএসওপি)/চার্টার বিমান নয়। এটি একটি মরক্কোর নিবন্ধিত ছোট বিমান। আরও বিস্তারিত বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।’
স্থানীয় আফগান পুলিশ বলেছে, রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার জানায় তারা বিমান বিধ্বস্তের খবর পেয়েছে। ছয়জন যাত্রী নিয়ে রুশ নিবন্ধিত বিমানটি আগের রাতে আফগানিস্তানের রাডার স্ক্রীন থেকে অদৃশ্য হয়ে গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে বিমানটি একটি চার্টার অ্যাম্বুলেন্স ফ্লাইট যা ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। বিমানটি মূলত ১৯৭৮ সালে ফ্রান্সের তৈরি ডেসল্ট ফ্যালকন ১০ জেট বিমান।
বিমানটি চীন, তাজিকিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয় তবে দুর্ঘটনার সঠিক স্থান অজানা ছিল বলে স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
খুলনা গেজেট/এমএম