ভারতের দিল্লিতে প্রবল বাতাস, বৃষ্টি ও ধুলি ঝড়ের কারণে প্রায় ১২০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়া প্রবল বাতাসের কারণে একটি গাছ ঘরের উপর পড়ে এক নারী ও তার তিন সন্তানের মৃত্যু হয়েছে।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে অনেক গাছপালা উপড়ে পড়েছে। দিল্লির দ্বারকা এলাকায় একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে। বাড়ির একাংশ ভেঙে এক নারী ও তার তিন শিশুর মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে লাজপত নগর, আর কে পুরম এবং দ্বারকার মতো এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গা জলমগ্ন। সকাল থেকেই ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হয়েছে।
এতে আরও বলা হয়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে তিনটি ফ্লাইট আহমেদাবাদ এবং জয়পুরে ডাইভার্ট করা হয়েছিল। জয়পুরে ডাইভার্ট করা বিমানগুলোর মধ্যে একটি ব্যাঙ্গালোর-দিল্লি এবং আরেকটি পুনে-দিল্লি ফ্লাইট ছিল। ফ্লাইটরাডার অনুসারে, দিল্লি বিমানবন্দরে আসার জন্য গড়ে ২১ মিনিট এবং প্রস্থানের জন্য ৬১ মিনিট বিলম্ব হয়েছে। দিল্লি থেকে ছেড়ে যাওয়া ২০টিরও বেশি ফ্লাইট দেরিতে চলছে।
অন্যদিকে ভারতের একাধিক বিমান সংস্থা যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছে।
এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, দিল্লিতে চলাচল করা কিছু ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এবং বিলম্বে চলছে। যা আমাদের সামগ্রিক ফ্লাইটের সময়সূচির ওপর প্রভাব ফেলতে পারে। আমরা এ বিপর্জয় কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি।
এছাড়া তীব্র বাতাসের কারণে গাছ তারের উপর পড়ে যাওয়ার কারণে প্রায় ১৫ থেকে ২০টি ট্রেন বিলম্বে চলছে। যার ফলে দিল্লিতে রেল চলাচলে প্রভাব পড়েছে বৃষ্টির কারণে।
আইএমডি এর তরফ থেকে সকল বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে, গাছের নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলতে এবং ইলেকট্রনিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন করতে পরামর্শ দিয়েছে। দিল্লির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আগামী তিন দিন বৃষ্টি, বজ্রপাত এবং দমকা বাতাস থাকবে বলে জানানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম