খুলনা, বাংলাদেশ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৫
  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১, হাসপাতালে ভর্তি ৭ জন
  অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্ণ আজ
  জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ আজ

আজ তোমার জন্মদিন

নাজমুল হক লাকি

হঠাৎ ডানা ঝাপটে, রাতজাগা পাখি
একাকী নি:সঙ্গ রাতকে, চমকে দিয়ে
ঘোষণা করে আজ তোমার জন্মদিন।
শিউলি ফুলে জড়িয়ে থাকা
শরতের প্রথম শিশিরবিন্দু জানায়
আজ তোমার জন্মদিন।

আঁধার ছুঁয়ে থাকা ভোরে
লেবু গাছের ডালে বসে
দোয়েল পাখি শিস দিয়ে শোনালো
তোমার জন্মদিনের গান।
শুভ্র প্রেমের আলপনা এঁকে সাদা মেঘ
জানিয়ে গেল আজ তার জন্মদিন,
যার চোখের অলৌকিক আলোয়
অনুভূতি বদলে যায় হাজার রঙে।

পাখিরা সূর্যের আবির মেখে ডানায়
হৃদয়ে অজস্র সঙ্গীতের গুঞ্জরন তুলে
নীল খামে পৌঁছে দিল,
তোমার জন্মদিনের বার্তা।
নক্ষত্রের রহস্যময় রাত
পূর্ণিমার রূপালি চাঁদ
তোমার শরীরের গন্ধমাখা
একটা পুরো বিকেল
কপালের ছোট্ট কালো টিপ
গোধূলি রঙ চুলের আভায়-
ইচ্ছেগুলো স্বপ্নচূড়ায় পৌঁছে
সমস্বরে গেয়ে ওঠে সেই গান
আজ তোমার জন্মদিন।
তোমার দ্যুতিময় মুখের আলোয়
হাসছে আজকের মিষ্টি সকাল।

কবিরা কবিতা লিখছেন তোমার জন্য,
শিল্পীর সব গানের শিরোনাম আজ তুমি,
আমি দীর্ঘদিন ধরে একটি কবিতা লেখার
চেষ্টা করছি তোমার জন্মদিন নিয়ে, এক মুঠো
উজ্জ্বল আলোর প্রতীক্ষায় কেটে যাচ্ছে প্রহর,
ঠিক তখনি পূর্ণিমার চাঁদের মত তোমার মুখ
আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছে পৃথিবীকে;
তোমার মুখের মত এমন আলোকিত জোৎস্না
আমি আগে কখনো দেখিনি।
তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখটাই আমার শ্রেষ্ঠ কবিতা
এমন দীপ্তিময় কবিতা আমি এই জীবনে কখনো পড়িনি।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!