খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  কানাডায় ট্রুডোর উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নিলেন কার্নি

ইমাম সম্মেলনে আজ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

ছয় বছর পর আজ সোমবার রাজধানীর পূর্বাচলে বাণিজ্যমেলা মাঠে লাখো ইমামের সম্মেলন ঘটাতে যাচ্ছে সরকার। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন থেকে ষষ্ঠ দফায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় ইমাম সম্মেলনে সারা দেশ থেকে প্রায় এক লাখ ইমামকে আনা হচ্ছে। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান। ইতিমধ্যে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, ইমাম-খতিব ও বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন। সংসদ নির্বাচনের আগে এ সম্মেলনকে বিশেষভাবে দেখছেন অনেকে। তারা বলছেন, সম্মেলনে ভোটের বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দেশে ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় ৮০ হাজার আলেম-ওলামা। সরকার তাদের প্রতি মাসে সাড়ে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে। এ শিক্ষকরা ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। সেই ইমামদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। এ সময় দুটি মডেল মসজিদকে ভার্চুয়ালি যুক্ত করা হবে। একটি পাবনার ও আরেকটি কুড়িগ্রামের। এরই মধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়ে, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে, ২০২৩ সালের ১৬ মার্চ তৃতীয় পর্যায়ে, ১৭ এপ্রিল চতুর্থ পর্যায়ে এবং ৩০ জুলাই পঞ্চম পর্যায়ে ৫০টি করে ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে ৩০০টি মডেল মসজিদ চালু হলো।

ঢাকায় মসজিদে নববির খতিব শায়খ বুয়াইজান

ইমাম সম্মেলনে যোগ দিতে মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান ঢাকায় এসে পৌঁছেছেন। গতকাল ভোর ৫টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ধর্ম সচিব মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার, বাংলাদশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলান, হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।

২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলেম-উলামা সম্মেলনে মসজিদে নববির খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম এবং মক্কার মসজিদে হারাম পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। এর ছয় বছর পর আবার বাংলাদেশ সফরে এলেন মসজিদে নববির কোনো খতিব।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!