লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
টিপস বিদেশ থেকে আনা হয়েছে বলে জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য।
তিনি জানান, এই চিকিৎসা শেষে খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়। আজ শুক্রবার বিকেলে কেবিনে আনার কথা রয়েছে। এখন খালেদা জিয়া কিছুটা ভালো আছেন।
এই চিকিৎসক আরও জানান, খালেদা জিয়াকে প্রাথমিকভাবে দেখার পর তিন বিদেশি চিকিৎসক বৈঠক করেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরপর টিপস প্রয়োগের সিদ্ধান্ত নেন অভিজ্ঞ চিকিৎসকরা। এটি প্রয়োগ করতে বাইরে থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদিও তারা নিয়ে আসেন। এর ফলে লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে।
আগামীকাল শনিবার (২৭ অক্টোবর) বিদেশি চিকিৎসকদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তারা হলেন- জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস।
বোর্ডের এই সদস্য জানান, টিপস চিকিৎসার বিশেষ একটি পদ্ধতি। বুকে পানি ও রক্তক্ষরণ বন্ধে এটা প্রয়োগ করা হয়। খালেদা জিয়ার এটি ইমিডিয়েট দরকার ছিল।
খুলনা গেজেট/এনএম