খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

অমর একুশের ভাবনা

আবদুস সালাম খান পাঠান

যে শব্দমালা, বর্ণমালা উচ্চারণে মধুর স্বরে মিশে আছে,
অনেক বাসনা আবেগ -,
সে যে, আমার মুখের বুলি, মায়ের ভাষা, মাতৃভাষা!
বাংলা ভাষা আমার হৃদয় নিংড়ানো, ভালোবাসার
সবুজ প্রকৃতি প্রেম-বন্দনা। মনোরম বসন্তের উষ্ণ হৃদয়াবেগ,
‘- লাল শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া রঙে ঐশ্বর্যভরা –
বনানী, ফলে, ফুলে গন্ধভরা অরণ্য শোভা, নতুন প্রত্যাশা,
– নতুন প্রেরণা।
প্রাচীন চর্যাগীতি, পদাবলী, উপাখ্যানে, সমৃদ্ধ কাহিনী –
– কাব্যে, পুঁথি সাহিত্যে নতুন ব্যঞ্জনায় নতুন অনুরণন।
বাংলা ছন্দ সুষমায় বিমুগ্ধ প্রাণের কতো আকুতি,
– মায়াবী শব্দের ভুবনে; বাংলা ভাষার প্রেম, কতো
ভালোবাসা উন্মেষ! উপন্যাসে জীবনবোধ, শেষ নিঃশ্বেষ।

অমর একুশে নতুন প্রহর, রাজপথে আঁকা নতুন
আলপনা, ভাষা শহীদের শ্রদ্ধায় অশ্রুবন্যায়, –
পুষ্পঢালা-খুঁজে সুখ; ছন্দোময় জীবনের অতৃপ্ত বাসনা।
পাখির কন্ঠে মিশে সুরে সুরে বাংলা শব্দিল
রূপক ব্যঞ্জনায় জীবন তরঙ্গের – আবহ। প্রানোচ্ছল
শব্দে, অনাবিল কবিতা, ছন্দের গতিময় মূর্চ্ছনা।
যে শব্দের কথামালায়, বাক্যে জাগ্রত আমার
শৈশবের সোহাগ, আদর দিন যাপন। পিতৃ
“মাতৃস্নেহের পরশ, অনন্য সুখে হৃদয় ভুলে
জীবনের সকল দুঃখ বেদনা। – বাংলা শব্দ অধুনা।
বাংলা শব্দের ভুবনে আমার নিত্য বিচরণ
ছন্দোময় কাব্য-সাধনা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!