খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সারা দেশে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়: আইন উপদেষ্টা
  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসির প্রজ্ঞাপন

অভয়নগরে ক্রেন গ্রাফের ধাক্কায় ঘাট শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন আইয়ান-আরিশ ঘাটে এমভি থ্রি ফেন্ডস-১ কার্গো ক্রেনের মাধ্যমে ভুট্টা আনলোড করার সময় ক্রেনের গ্রাফিকের ধাক্কায় নাঈম মোল­া (২৫) নামে এক ঘাট শ্রমিক নিহত হয়েছে। কৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী আমতলার ঘটক শের আলী মোল­ার ছেলে।

এ বিষয়ে কার্গোর সুকানী আনোয়ার হোসেন জানান, ক্রেনের মাধ্যমে আনলোড চলাকালে ওই শ্রমিক কার্গোর মধ্যে সুইপিং এর কাজ করছিল। এক পর্যায়ে গ্রাফ ভুট্টা লোড করে উচু করার সাথে সাথে নাঈমের মাথায় স্বজোরে আঘাত লাগে ও কার্গোর হ্যাজে চাপ লেগে তার মাথা চ্যাপ্টা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের মামা চাচ্চু মোড়ল বলেন, আমার ভাগ্নেকে নিচে নামিয়েছেন ক্রেন কন্ট্রাক্টর জাহিদ হোসেন, তিনি সিগনাল দিতে ভুল করায়, আমার ভাগ্নে চাপা পড়ে মারা গেছে। এ ঘটনার সাথে সাথে স্থানীয় ঘাট শ্রমিকেরা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!