যশোরের অভয়নগরে এক হাজার মিটার কারেন্ট জাল উদ্ধারপূর্বক আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ কারেন্ট জাল মজুম করায় এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় ‘সততা স্টোর’ নামে একটি দোকানে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ করায় মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এর (৫) ২ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত এক হাজার মিটার কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যসম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ কবীর, অভয়নগর থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।