খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

অভয়নগরে ইউপি সদস্য উত্তম হত্যায় চার্জশিট, অভিযুক্ত ২০

নিজস্ব প্রতিবেদক, যশোর

 

যশোরের অভয়নগর উপজেলার ইউপি সদস্য উত্তম সরকার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে চরমপন্থিদলের সদস্য কিরণসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শামীম হোসেন।

অভিযুক্তরা হলেন, অভয়নগর উপজেলার ফুলেরগাতি গ্রামের মৃত মনোহর মল্লিকের ছেলে অর্ধেন্দু মল্লিক, তার স্ত্রী ইতিকা মল্লিক, পটুয়াখালী সদর উপজেলার পুরানো বাজার এলাকার মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে বাসুদেব সাহা ওরফে কিরণ ওরফে মাহমুদুর রহমান, খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা উত্তরপাড়ার ইসাহাক গোলদারের ছেলে ইকরামুল গোলদার ওরফে জুয়েল, যশোরের মণিরামপুর উপজেলার পাঁচকাটিয়া গ্রামের নির্মল পাড়ের ছেলে পলাশ পাড়ে ওরফে ছোট দীপঙ্কর, অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের অখিল বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস, একই উপজেলার বারান্দী পশ্চিম এলাকার মোহন্ত দাসের ছেলে অনুপম দাস, মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের সহদেব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস, অভয়নগর উপজেলার কচুয়া গ্রামের প্রফুল্ল বিশ্বাস প্রদীপের ছেলে সাধন বিশ্বাস, সুন্দলী পূর্বপাড়ার মৃত ভদ্দরী বিশ্বাসের ছেলে প্রজিৎ কুমার বিশ্বাস বুলেট, মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্ত, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলার মৃত শিবপদ মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল, খুলনার ডুমুরিয়া উপজেলার দিঘলিয়া এলাকার মৃত বিষ্ণুপদ মন্ডলের ছেলে বিজনচন্দ্র মন্ডল ওরফে বিনোদ, যশোরের অভয়নগর উপজেলার আন্দা গ্রামের গণেশ মল্লিকের ছেলে দীপঙ্কর, ডুমুরিয়া উপজেলার রুদাঘরা উত্তরপাড়ার সুভাষ মন্ডলের ছেলে শুভঙ্কর মন্ডল, বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা রোডের সৈয়দ নাজমুলের বাড়ির ভাড়াটিয়া নুরু আব্দুল শেখের ছেলে হাসান শেখ, অভয়নগর উপজেলার ফুলেরগাতি গ্রামের নগেন্দ্রনাথ রায়ের ছেলে অসীম রায়, ডুমুরিয়া উপজেলার চহেড়া গ্রামের রামপদ ফকিরের ছেলে মহিতোষ সরকার, অভয়নগর উপজেলার রামসরা গ্রামের নিখিল মন্ডলের ছেলে দীপঙ্কর মন্ডল ও মণিরামপুর উপজেলার গাবখালী গ্রামের সাধন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস।
এদের মধ্যে ১৩ জনকে আটক করা হয়েছে। পলাতক রয়েছে সাতজন। আটকের পর পাঁচজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার হরিশংকরপুর গ্রামে নিজ বাড়ির কাছে চরমপন্থিদের গুলিতে নিহত হন সুন্দলী ইউনিয়নের তৎকালীন ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকার। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করে।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। তদন্তকালে বিভিন্ন তথ্যের ভিত্তিতে হত্যা মিশনে অংশ নেয়া কয়েকজনকে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে, ইউপি নির্বাচনে জয়ী হতে চরমপন্থি নেতা কিরণের সাথে দেড় লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন উত্তম সরকার। প্রথমে ২৫ হাজার টাকা দেয়া হয়েছিলো। কিন্তু নির্বাচনে জয়লাভের পর বাকি এক লাখ ২৫ হাজার টাকা দিতে গড়িমসি করায় তাকে হত্যার পরিকল্পনা করেন চরমপন্থিরা।

এরই মধ্যে আবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্ধেন্দু মল্লিক গোপনে চরমপন্থি নেতা কিরণের সাথে যোগাযোগ করেন উত্তম সরকারকে সরিয়ে দেয়ার জন্য। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১০ জানুয়ারি রাতে উত্তম সরকারকে হত্যা করেন চরমপন্থিরা। এ মামলার তদন্তে ২০ জনের বিরুদ্ধে হত্যা, পরিকল্পনা ও ইন্ধনসহ বিভিন্নভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ডিবি পুলিশ।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!