খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

অভয়নগরে অবসরপ্রাপ্ত ৩০শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আফছার আলী ট্রাস্টের চেয়ারম্যান আফছার আলী। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুনাহার হাসিনা বানু, স্তৃতি কনা, অরুপ কুমার, রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক(অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ ফসিয়ার রহমান, প্রধান শিক্ষক (অবঃ) আঃ কাদের মোল্যা, সমাজসেবক শহিদুল ইসলাম ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক তপন কুমার মন্ডল, মো. জাকারিয়া. এসএম মুজিবুর রহমান, মো. শাহিনুর রহমান, আরতী রানী মল্লিক, রতন কুমার মল্লিক, স্বপন কুমার বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সদস্য জাকির হোসেন হৃদয়, ডি আর আনিচ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ৩০জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক তপন কুমার মন্ডল ও আলীম উদ্দিন। দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক এস এম গোলাম মোস্তফা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!