যশোরের অভয়নগরে চারটি খাবারের হোটেলে অভিযান চালিয়ে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার উপজেলার নওয়াপাড়া বাজারে চারটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত ও পঁচাবাসি খাবার বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালি বিন হাবিব।
অভিযানিক দলটি নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে বিসমিল্লাহ হোটেল ও পর্বণে তল্লাশি করে রাসনিক হাইড্রোজ পান। যা তারা মিষ্টি ও অন্যান্য খাবারে ব্যবহার করতেন। একই সাথে তারা ফ্রিজে বাসি মুরগির গ্রিল, দুধের ছানা, খামি ও কাঁচা মাছ-মাংসের সাথে সংরক্ষণ করেছে। এ অপরাধে মামলা দিয়ে ১৬ হাজার টাকা করে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই অপরাধে সাতক্ষীরা প্লাস মিষ্টির দোকানকে ১৮ হাজার টাকা ও প্যারাডাইস হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট / আ হ আ