দূর্গা পূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের দেয়া ভারতে ইলিশ রপ্তানির সুবিধা নিয়েছে খুলনাঞ্চলের ২৩টি প্রতিষ্ঠান। বড় সুবিধা পেয়েছে রপ্তানিতে শুল্কমুক্ত। পরশু রপ্তানি নিষিদ্ধ হওয়ার আগে স্থানীয় বাজারে দাম বেড়েছে। এর চেয়ে কম দামে পশ্চিমবঙ্গে ইলিশ বিক্রি হলেও অভ্যন্তরীণ বাজার থেকে কেনার জন্য রপ্তানিকারকরা প্রতিযোগিতায় নেমেছে।
খুলনা মহানগরীর নিউমার্কেট কাঁচাবাজার, সন্ধ্যা বাজার ও নতুন বাজারে প্রতি কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকায়। অভ্যন্তরীণ বাজারে গতকাল ছুটির দিনে বেশ চাহিদা ছিল। সোমবার থেকে ইলিশ বিকিকিনি বন্ধ হচ্ছে। সে কারণে ইলিশ বিক্রির হিড়িক পড়েছে। রোববার ইলিশ রপ্তানির শেষ সময় নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের বাজারে প্রতি কেজি ইলিশ সাড়ে ৮ শ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে দাম বেশি থাকলেও এই অঞ্চলের ২৩টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানিতে প্রতিযোগিতা করছে।
ভরা মৌসুমে স্থানীয় বাজারগুলোতে ইলিশের আমদানি কম। তা স্বত্ত্বেও বিকিকিনির বড় ধরণের হিড়িক পড়েছে। মহিপুর, পাথরঘাটা, মেহের আলীর চর, ডিমের চর, চর দুয়ানি, কুয়াকাটা ও ভোলা থেকে ট্রলারযোগে রূপসা পাইকারী আড়ৎ ও ৪নং ঘাটে ইলিশ আসছে। আমদানিকৃত ইলিশের গড় ওজন ৭/৮শ’ গ্রাম।
মৎস অবতরণ কেন্দ্রের সূত্র জানায়, বায়োনিক সী ফুড, জনতা ফিস, বাপস বাংলাদেশ, ন্যাশনাল এগ্রো ফিসারিশ, আনোয়ার ফ্রোজেন ফুডস, সাউদার্ণ ফুড, রূপসা ফিস এন্ড অ্যালাইড, আলফা এগ্রো, বাগেরহাট সী ফুড, ফাহিম সী ফুড, এবি ইন্টারন্যাশনাল, কেবি এন্টারপ্রাইজ, জয় এন্টারপ্রাইজ, সী গোল্ড এক্সপোর্ট ইত্যাদি প্রতিষ্ঠান ১৬০ মেট্রিক টন ইলিশ খুলনা থেকে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে পশ্চিমবঙ্গে রপ্তানি করেছে। গত বছর খুলনা থেকে দূর্গা পূজা উপলক্ষে ৩২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়।
নগরীর থানার মোড়ে খুচরা ব্যবসায়ী মো: আমির হোসেন জানান, ৫/৬শ’ গ্রামের ইলিশ প্রতি কেজি ৭৫০ টাকা, ৭/৮ শ’ গ্রামের প্রতি কেজি ৯ শ’ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এ ব্যবসায়ী জানান, যেহেতু সরকার সোমবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা-বেচা নিষিদ্ধ করেছে, সে কারণেই বাজারে চাহিদা বেড়েছে।
ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিষুদা নন্দা আচার্জী জানান, বেনাপোল বন্দর দিয়ে রোববার ছাড়া প্রতিদিনই রপ্তানি হচ্ছে। পশ্চিমবঙ্গে ইলিশ কেজি প্রতি সাড়ে ৮শ’ টাকা বিক্রি হচ্ছে। ভারত ও বাংলাদেশের কাস্টমস্ থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের চালান ছাড় করা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ইসলাম এক পত্রে ইলিশ রপ্তানি রোববার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন। এপত্রে তিনি উল্লেখ করেন, রপ্তানিকারকদের ৫ দফা দাবি মানতে হবে।
বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), খুলনা অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো: রাসেল সিকদার জানান, গত বছরের আগস্টে খুলনার মোকামে ৬৬ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে ১৬২ মেট্রিক টন, এবছরের আগস্টে ৬৯ মেট্রিক টন ও সেপ্টেম্বর মাসে ১৬০ মেট্রিক টন ইলিশ আসে। বেহেন্দী জালের কারণে বিভিন্ন নদ-নদীতে বাধাপ্রাপ্ত হয়ে ইলিশ সাগরে ফিরে যাচ্ছে। তিনি বলেন, রোববার থেকে সব ধরণের ইলিশ ধরা, বিকিকিনি নিষিদ্ধ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই