সাতক্ষীরায় মায়ের ওপর অভিমান করে ঘরছাড়া দেবহাটার দুই শিশু নিখোঁজের একদিন পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় দেবহাটা থানা পৃুলিশ ঢাকাগামী একটি পরিবহন থেকে ওই দুই শিশু কন্যাকে উদ্ধার করে।
দুই শিশুকে উদ্ধার করে সাতক্ষীরায় আনার পর শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) তাদেরকে পরিবারের জিম্মায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত শিশু মরিয়ম ও খুশি সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া হয় দুই শিশুর মধ্যে একজনের। একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে সে ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। বুধবার প্রতিবেশি আরেক শিশুকে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়। তাদেরকে খোঁজাখুজি করে না পেয়ে বৃহস্পতিবার সকালে দেবহাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ওই শিশুর পরিবার। এরপর তাদের উদ্ধারে নামেন এসআই নূর মোহাম্মাদ মোস্তফা। দিনভর তদন্ত ও উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ দুই শিশু ঢাকা অভিমুখে যাচ্ছে বলে নিশ্চিত হয় পুলিশ। একপর্যায়ে ওই রাতেই তাদের বহনকারী পরিবহনটি রাজবাড়ী জেলার গোয়ালন্দে পৌঁছলে সেখানকার থানা পুলিশের সহায়তায় পরিবহনটি থেকে মরিয়ম ও খুশি নামের ওই দুই শিশুকে উদ্ধার করে পুলিশ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, দুই শিশু নিখোঁজ হয়েছে মর্মে তাদের পরিবারের পক্ষ থেকে জিডি করা হলে তদন্ত ও উন্নত প্রযুক্তির ব্যবহার করে তাদেরকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃতদের তাদের পরিবারের জিম্মায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি।
এদিকে, নিখোঁজের এক দিন পর দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ায় দেবহাটা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।