খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ
  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে

অভিমানী চাঁদ

শুভ বিশ্বাস

চাঁদ তুমি কেন এত বেশি অভিমানী ?
কেন তুমি আমার
নিবাসে পদার্পণে ভয়ে ভীত ।
কেন তোমার এত সংশয় ?
কেন তুমি বলতে পারো না?
তোমার সেই মনের অভিমিনী
নামক পাতার গল্প।

আমার কি মনে হয় জানো ?
তোমার হচ্ছে কোথায় ও বুঝবার ভুল।
তুমি তো বুঝবে সেদিন
যে দিন অভিমান ভেঙ্গে
ফিরবে আমার দ্বারে ।
আমার অবশ্যই তোমার প্রতি
নেই কোনো অভিমান
আছে শুধু ভালোবাসা আর সম্মান।

অভিমানী চাঁদ
আমার এ সত্য ভালোবাসার দ্বারে
ফিরতে তো তোমাকে হবেই ।
শুধু মাত্র কিছু দিন কিছু প্রহর পর।
সে দিন তুমি দিশাহীন হবে বটে
কিন্তু হবে না আমর দর্শন সেইক্ষণে।

 

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!