খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

অভয়নগরে দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে দুর্নীতি দমন কমিশন ( দুদক) কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার(১৩মে) দুদক কর্তৃক সততা স্টোরের অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ে যশোরের উপপরিচালক মো. আল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসাইন, যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর শাখার সভাপতি মো. আব্দুল মতলেব।

অনুষ্ঠানের প্রধান অতিথি ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে নগদ ১০ হাজার করে দুই লাখ টাকা এবং ৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন।

ভবানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির অভয়নগর এর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে বই, গাছের চারা এবং দুর্নীতিবিরোধী প্রচার পত্র তুলে দেন।

প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুনীতির অভ্যাস গড়ে তুলতে সততা স্টোর গড়ে তোলা হয়েছে এবং দেয়া হচ্ছে পৃষ্ঠপোষকতা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক মিলে এই সততা স্টোরকে আরো গতিশীল করে তুলবেন বলে আশা ব্যক্ত করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!