খুলনা, বাংলাদেশ | ২০ মাঘ, ১৪৩১ | ৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কুয়েট ছাত্রলীগের সাবেক সম্পাদক সেজানসহ ১০ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার
  ময়মনসিংহে নিখোঁজের এক সপ্তাহ পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

অভয়নগরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষ

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরের অভয়নগরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। রোববার রাত ১১ টার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুঘর্টনা কবলিত ট্রাকটি (কুষ্টিয়া -ট- ১১-২৪৬০) নওয়াপাড়া বড় বাড়ি ঘাট হতে সরকারি বিএডিসির ডিএপি সার বোঝাই করে রেলক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক সময় চেষ্টা করেও ট্রাকটি আর সচল করা যায়নি। কিছু সময়ের মধ্যেই খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এমন সময় কিছুই করতে না পেরে ট্রাকের হেলপার ও ড্রাইভার নিরাপদ দূরুত্বে সরে যান। এক পর্যায় ট্রেনটি এসে সরাসরি ট্রাকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি ছিটকে রেল লাইন থেকে সরে পাশের একটি খাদে পড়ে দুমড়ে মুচরে যায়। ট্রেনের ইঞ্জিনেরও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়। তবে, লাইনচ্যুৎ না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বলে মন্তব্য করেন স্থানীয় ও রেল সংশ্লিষ্টরা। পরে কর্তব্যরতরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে ফের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে, সংঘর্ষের সময় বিকট শব্দ হয়। এতে আতংকিত হয়ে পড়ে স্থানীয়রা। যাত্রীরাও ভীত হয়ে পড়েন। ঘটনাস্থলে হাজির হয় রেলওয়ে পুলিশ, থানা পুলিশসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে রেলযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!