খুলনা, বাংলাদেশ | ৩০ আশ্বিন, ১৪৩১ | ১৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩
  বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি
  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার : শ্রম উপদেষ্টা
  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৭৭.৭৮
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা

অন্যায়কে বর্জন ও বিতর্কের উর্ধ্বে থেকে মানবাধিকার কর্মীদের কাজ করতে হবে : মেয়র (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, অন্যায়কে বর্জন এবং বিতর্কের উর্ধ্বে থেকে মানবাধিকার কর্মীদের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করে যেতে হবে। তিনি ন্যায় প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় সকলকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

কেসিসি মেয়র আজ শুক্রবার সকালে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি গত দু’বছর খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে সদস্য অন্তর্ভূক্তিতে সতর্ক হওয়ার পরামর্শ দেন।

সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।

ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র উপস্থাপনায় নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শেখ দিদারুল আলম, রোটা ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, আব্দুস সালাম শিমুল, কাউন্সিলর পারভীন আক্তার, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ হুমায়ুন কবির বালী।

পবিত্র গ্রন্থ থেকে তেলাওয়াত ও পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন রুস্তুম আলী হাওলাদার, হালিমা বেগম, মোঃ আজাদুল হক আজাদ, মোঃ আকবর আলী, মোঃ নাসির আকন, শেখ শওকাত আলী, বিমল মল্লিক, বদিউজ্জামান লাবলু, এ্যাড. হাবিবুর রহমান মিজি, মোঃ মনির হোসেন, কাজী আব্দুল মান্নান, একরামুল হোসেন লিপু, নিজাম উদ্দিন মোল্লা রাজীব, মোঃ লিটন হোসেন, ইমরান পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের ধারাবাহিক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ওয়াকার স্ট্যান্ড বিতরণ, ফাউন্ডেশনের খুলনা মহানগর উপদেষ্টা ও খুলনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ বিএমএ খুলনার সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন এবং সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

খুলনা গেজেট/ এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!