খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

অন্তরে ভৈরব নদ

মোঃ ফিরোজ হোসেন

চপলতা ভৈরবের এঁকেবেঁকে যায়
দাঁড় টানে মাঝিদল ভাটিয়ালি গায়
সাজে কাল অপরূপ নদের দুকূল
শিমূলের ডালে ডালে লালরঙা ফুল।

বরষায় ঝরঝর ধারা খরতর
হৃদয়ে সে নদ যেনো বহে তরতর
কুলবধূ কলসিতে পানি নেয় কাঁকে
ফেলে আসা স্মৃতিগুলো শুধু পড়ে থাকে।

বাধা পড়ে গঙ্গা-ধারা জলাঙ্গি স্রোতের
প্রমত্তা ভৈরব যেনো হয় মরমর
অন্তরে অসহ ব্যথা হারানো বৈভব
চেতনায় কাটে দাগ নয়নে ভৈরব।

বারবার পড়ে মনে নিকট স্বজন
ভৈরব হে নদ তুমি হৃদয়ে ধারণ।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!