বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার ভাইস প্রেসিডেন্ট, খুলনা হাজী মালেক কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (এমপিওভুক্ত) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, খুলনা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ অধ্যক্ষ দেলওয়ারা বেগম শুক্রবার (৫ এপ্রিল) বাদ জুমা আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি তাঁর স্বামী, আমেরিকা ও লন্ডনে বসবাসরত দুই মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, আমেরিকায় প্রাথমিক জানাজা শেষে লাশ হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়াধি সম্পন্ন করে লাশ আগামী শুক্রবার (১২ এপ্রিল) নাগাদ দেশে আনার সম্ভাবনা রয়েছে।
প্রয়াত দেলওয়ারা বেগম ১ আগষ্ট ১৯৬০ তারিখে ঝালকাঠি জেলার সদর থানাধীন পিরন্ডা গ্রামের এক অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামী বিদুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ সাহেবের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামে।
এদিকে, অধ্যক্ষ দেলওয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু।
খুলনা গেজেট/এএজে