খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে আজ বেলা ১১টা পর্যন্ত কারফিউ বহাল, ৩ ঘন্টা শিথিলের পর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে
  জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

অত্যাধুনিক ‘স্টিল ডোম’ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের ‘আয়রন ডোম’ এর আদলে অত্যাধুনিক ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে তুরস্ক। এই প্রকল্পের মাধ্যমে তুরস্ক নিজেদের আকাশসীমাকে আরও সুসংহত করতে চায়।তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েভ্য এরদোয়ান ইসরায়েলের ‘আয়রন ডোম’ এর সাথে তুলনা করে এই ‘স্টিল ডোম’ ব্যবস্থার ঘোষণা দেন। তিনি বলেন, ‘তাদের যদি আয়রন ডোম থাকে, তবে আমাদের স্টিল ডোম থাকবে।’

স্টিল ডোম একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হবে, যা স্বল্প থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ বিভিন্ন হুমকি মোকাবেলা করতে সক্ষম। এবং তুরস্ক এই প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করবে। থাকবে এআই প্রযুক্তিও।

দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রি বিষয়ক সচিবালয়ের প্রধান হালুক গোরগান বলেন, স্টিলডোমের মাধ্যমে স্বল্পপাল্লা থেকে শুরু করে দূরপাল্লার হামলা প্রতিহত করা যাবে।

কমান্ড অ্যান্ড কন্ট্রোল কাঠামোতে তৈরি এই স্টিলডোমে থাকবে এআই প্রযুক্তি। তুরস্কের দাবি, এতে করে নিখুঁত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এই ববস্থা। সামরিক কর্মকর্তারা বলেন, ‘এআই সাপোর্টের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণের দ্রুত ও নিখুঁত ভূমিকা রাখতে পারবে।’

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!