পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে টানা ১৮ ঘণ্টায় ২৪০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় বন্যা দেখা দিয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
পাকিস্তানের ওয়াসা জানায়, পুরো রাওয়ালপিন্ডি জুড়ে বৃষ্টিজনিত জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিচু এলাকায় পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি দল ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায়, নাল্লা লেহ-সংলগ্ন এলাকাগুলোতে ২২ ফুট পানি বৃদ্ধির ফলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয় এবং মেট অফিস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ওয়াসা রাওয়ালপিন্ডির এমডি সেলিম আশরাফ বলেন, নাল্লা লেহ ও শহরের ড্রেনসমূহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কাতারিয়ানে পানি উচ্চতা ২২ ফুট এবং গোয়ালমন্ডি ব্রিজে ২৩ ফুটে পৌঁছেছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে জানান, অভূতপূর্ব ঝড়বৃষ্টি ও বন্যার কারণে প্রদেশের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তিনি এক্সে লেখেন, সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করছে। প্রশাসনকে সাইরেন ও মাইকে জনগণকে নিয়মিত অবহিত করতে বলা হয়েছে। তিনি জনগণকে সরকারি নির্দেশনা অনুসরণ ও সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে, ১৮ ঘণ্টার লাগাতার বৃষ্টির পর অবশেষে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি থেমেছে।
খুলনা গেজেট/এএজে