যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়ে দু’গরু ব্যবসায়ীর ১৫ লাখ টাকা খোয়া গেছে। শনিবার ভোরে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন চট্টগ্রামের কাষ্টমা এলাকার মহা আলী (৫০) ও একই এলাকার এরশাদ আলী (৪৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, মহা আলী ও এরশাদ আলী গরু কেনার জন্য চট্রোগ্রাম থেকে যশোরের শার্শা সাতমাইল গরুহাটের উদ্দেশ্যে পরিবহনে করে আসছিলেন। পথিমধ্যে আরিচা ঘাটে তারা আখের রস পান করেন। পরে গাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। এসময় পরিবহনে থাকা প্রতারকচক্র তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয়। ভোরে পরিবহনটি যশোর উপশহরের খাজুরা বাসস্ট্যান্ডে পৌছালে সুপার ভাইজার তাদেরকে গাড়ি থেকে কাউন্টারে নামিয়ে দেন। এ সময় স্থানীয় লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইন্টার্ণ ডাক্তার হেলাল আহম্মেদ জানান, অসুস্থদের খাবারে জ্ঞান হারানোর ওষুধ মিশিয়ে দেয়া হয়েছিল। ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। জ্ঞান ফিরতে তাদের রোববার পর্যন্ত সময় লাগবে।
খুলনা গেজেট/এনএম